বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

Wednesday, January 29, 2014

আমাদের সিলেট ডটকম:

বিশ্বনাথ উপজেলাবাসীর গৌরব ও অহংকারের প্রতিক, ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান বুধবার বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুরানবাজারের (আল-আকছা মার্কেটের তয় তলায়) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাস্কৃতিক, ব্যবসা প্রতিষ্ঠান এর নেতৃবৃন্দ ফুল নিয়ে প্রেসক্লাবে আসেন সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানাতে। এসময় শুভেচ্ছা গ্রহন করেন প্রতিষ্ঠাতা কমিটি ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ। বিকেল সাড়ে ৪টায় বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপসি’ত হয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে আনুষ্ঠানিকভাবে অতিথিবৃন্দ কেক কাটেন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিশ্বনাথ প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান ইতিহাসের পাতায় লেখা থাকবে। মফস্বল এলাকায় প্রেসক্লাবের এধরনের কার্যক্রম সারাদেশে খুবই কম। দরিদ্র অসহায় মানুষের কল্যাণসহ আর্থসামাজিক উন্নয়নে বিশ্বনাথ প্রেসক্লাবের ভূমিকা সত্যিই প্রসংসার দাবি রাখে।

বক্তারা আরো বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা সত্য ও বস’নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশে-বিদেশে সুনাম অর্জন করার পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া প্রেসক্লাবের সদস্যরা দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে কাজ করছেন। ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাব হাটি হাটি পা পা করে অনেক চড়াই উৎরাই পেরিয়ে ৩০ বছর অতিক্রম করে ৩১ বছরে পা রেখেছে।

অতিথিবৃন্দ কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে আন-রিক অভিনন্দন জানিয়ে বলেন, ঐতিহ্যের এ ধারা অব্যাহত রাখতে বস’ নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ-বিদেশে বিশ্বনাথের সুনাম কে আরো বৃদ্ধি করতে হবে। এ ধরনের প্রতিষ্ঠান কে দল মতের উর্ধ্বে উঠে সব সময় বিশ্বনাথবাসী সহযোগিতা করবে।

মূল অনুষ্ঠানের পূর্বে ফুল দিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ কে শুভেচ্ছা জানান ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের পক্ষে মহিলা ভাইস-চেয়ারম্যান শুভা আক্তার আঙ্গুরা, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি মজম্মিল আলী, আ’লীগ নেতা মহব্বত আলী জাহান, উপজেলা বিএনপি’র পক্ষে সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস’ার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ খান পংকি, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুহেল আহমদ চৌধুরী, বিএনপির সহ-সভাপতি তাহিদ মিয়া চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকীর পক্ষে মিজানুর রহমান ও নূর উদ্দিন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী মিছবাহ উদ্দিন, আলতাব হোসেন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী নুরুন্নাহার, আলবুরাক শপিং সিটির চেয়ারম্যান সামছুল আলম সরকুম, উপজেলা জামায়াতের পক্ষে নায়েবে আমীর ইমাদ উদ্দিন মাষ্ঠার, সহকারী সেক্রেটারী ফখরুল ইসলাম খান, উপজেলা জাতীয় পার্টির পক্ষে সভাপতি মো. আলা মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবের, সাংগঠনিক সম্পাদক মনোহর আলী, চিকিৎসকদের পক্ষে ডাক্তার শিবলী খান, ডা. এম. মাহবুব আলী জহির, উত্তর বিশ্বনাথ কলেজর অধ্যক্ষ নেছার আহমদ, ইসলামী ব্যাংকের পক্ষে বিশ্বনাথ শাখার ব্যবস’াপক আবুল খায়ের, পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা-৭ এর পরিচালক ফয়জুর রহমান ফজলু, ৮ এর পরিচালক অজিত পাল, বিশ্বনাথ এইড ইউকে’র পক্ষে প্রবাসী ফারুক আহমদ, আবুল কালাম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের পক্ষে আব্দুস সোবহান মেম্বার, খাজাঞ্চী একাডেমির পক্ষে যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহিদ, বিশ্বনাথ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষে মোস্তাক আহমদ মস্তফা, উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন বাবুল, যুবদলের যুগ্ম-আহবায়ক শামীমুর রহমান রাসেল, যুবদল নেতা সাইফুর রহমান, ছাত্রদল নেতা আব্দুর রহিম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, যুগ্ম-আহবায়ক আব্দুল হাসিব মেম্বার, কয়েস মিয়া, সদস্য সচিব মাষ্ঠার ফখরুল ইসলাম, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন সভাপতি তন্ময় দেবরায়, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, রওশন খেলাঘরের আলমগীর, তরুন সংগঠক রহিম মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন জুবেল আহমদ, জুয়েল আহমদ, উপজেলা জাতীয় তরুণ পার্টি সুহেল আহমদ, এস.এম. শামীম, চান্দশীরকাপন যুব সমাজের পক্ষে শিপু চৌধুরী, শাহজাহান আহমদ, অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির পক্ষে সভাপতি আবু তৈয়ব, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষে সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, ফুটবল এসোসিয়েশন সভাপতি সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক লোকমান মিয়া, ব্যাডমিন্টন এসোসিয়েশন সাঈদ আহমদ, জুয়েল আহমদ, ইউনাইটেড ক্রিকেট ক্লাব ফখরুল আহমদ, আছাব আলী, অলংকারী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের পক্ষে রাসেল আহমদ, একেএম তুহেম, বিশ্বনাথ ডিজিটাল আর্ট এর পক্ষে মুর্শেদ আহমদ, লিবেন খান স্মৃতি সংস্থা জগন্নাথপুর এর পক্ষে সাদেক খান, বিশ্বনাথ উপজেলা ফেন্ডস স্টাপ মিনি ফুটবল কমিটির পক্ষে ফখরুল আহমদ, উপজেলা মোবাইল এসোসিয়েশন মো. নানু মিয়া, পুষ্প সৌরভ ফুটবল ক্লাব বিশ্বনাথেরগাঁও এর পক্ষে কয়ছর আহমদ, দিলোয়ার হোসেন, কয়েছ মিয়া ও বাতিঘর রাজাগঞ্জ বাজারের পক্ষে গোলাম মস্তফা।

এছাড়া দিনব্যাপী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রহমত আলী, সদস্য আসম মনসুরুল হক, মুহাম্মদ ইমাদ উদ্দিন মাষ্ঠার, সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, কোষাধ্যক্ষ জাহঙ্গীর আলম খায়ের, বর্তমান কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু, যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ শহিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, মোহাম্মদ আলী শিপন, সদস্য আব্দুস সালাম মুন্না, নূর উদ্দিন, জামাল মিয়া, রফিকুল ইসলাম কামাল, আবুল কাশেম।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License