মতাদর্শগত লড়াইয়ে কোন আপোস হতে পারেনা : সিলেটে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের কেন্দ্রীয় সভাপতি নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মতাদর্শগত লড়াইয়ে কোন আপোস হতে পারেনা। বাংলাদেশে এখন একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অন্যদিকে মুক্তিযুদ্ধের বিরোধীপক্ষ। এ লড়াইয়ে বিজয় নিশ্চিত করতেই হবে। হযরত শাহজালাল (র) ও হযরত শাহপরানের (র) পুণ্যভূমি থেকে এ লড়াই শুরু হলো। সারা দেশে তা ছড়িয়ে দিতে হবে।
শনিবার ১ ফেব্রুয়ারি দুপুরে সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট ও সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের প্রজন্ম ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এর আয়োজন করে।
শাজাহান খান বলেন, হরতাল দিয়ে দশ ট্রাক অস্ত্র মামলার আসামিদের রক্ষা করা যাবেনা। জনগণকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে এই হরতাল প্রতিহত করতে হবে।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, যে সকল মুক্তিযোদ্ধা বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামী এক পরিবারভুক্ত এবং ১৯ দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের সাথে মুক্তিযোদ্ধাদের কোন সম্পর্ক থাকতে পারে না।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তিযোদ্ধা সমাবেশে যারা যাবে তারা কুলাঙ্গার হিসাবে চিহ্নিত হবে।
No comments:
Post a Comment