বিশ্বনাথে গাড়ি নিলাম নিয়ে পুলিশ-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া ॥ ওসির অপসারণ দাবি

Sunday, January 26, 2014

বিশ্বনাথে গাড়ি নিলাম নিয়ে পুলিশ-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া ॥ ওসির অপসারণ দাবি


altaltবিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানা কমপাউন্ডে মালিকবিহীন গাড়ি নিলামকে কেন্দ্র করে পুলিশের সাথে যুবলীগের নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

রবিবার বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে ৯টি মোটর সাইকেল এবং ১টি করে লাইটেস, প্রাইভেটকার, অটোরিকসা ও বেবিটেক্সির নিলাম শুরু হয়। এতে অংশ নিতে অন্যদের সাথে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিলাম চলাকালে বিকেল সাড়ে ৪টায় পেছন থেকে যুবলীগ নেতা সুমনকে এএসআই মিজান ধাক্কা দেন। এ নিয়ে পুলিশ ও ছাত্রলীগ নেতাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে থানা ভবনের একটি জানালার গ্লাস ভাংচুর হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License