ছাতকে এক চেয়ারম্যান ও ৫ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা
ছাতক প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইকালে সুনামগঞ্জের ছাতকে এক চেয়ারম্যান প্রার্থী ও ৫ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, চেয়ারম্যান প্রার্থী গিয়াস মিয়া, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মিছবাহ আহমদ, অ্যাডভোকেট শাহাব উদ্দিন ও বাবুল রায় এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহেরা বেগম ও রাহেলা বেগম।
তবে এটা চূড়ান্ত বাতিল আদেশ নয়। সংশ্লিষ্ট প্রার্থীদেরদেরকে মনোনয়নপত্রের ত্রুটি সংশোধন ও বাদপড়া কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে দাখিলের জন্যে বলা হয়েছে। এতে তারা ব্যর্থ হলে তাদের মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল হয়ে যাবে।
চেয়ারম্যান প্রার্থী গিয়াস মিয়াকে তার ব্যবসা সংক্রান্ত কাগজাদি উপস্থাপন করার জন্য বলা হয়েছে। অসম্পূর্ণ মনোনয়নপত্র পূর্ণ করতে বলা হয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিছবাহ আহমদ ও অ্যাডভোকেট শাহাব উদ্দিনকে। ব্যাংক ঋণ পরিশোধের সনদ উপস্থাপন করতে পারলে অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল রায়ের মনোনয়নপত্র বৈধ করা হবে। ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহেরা বেগম ও রাহেল বেগমের ব্যাংক একাউন্ট না থাকায় মনোনয়নপত্র সাময়িক বাতিল করা হয়েছে। ব্যাংকে একাউন্ট খুলে নির্বাচনী লেনদেনের ব্যবস্থা নিলে তাদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।
No comments:
Post a Comment