যশোরের শার্শা ও বেনাপোলে আলীগের কমিটি গঠন নিয়ে স্থানীয় নেতারা কিছুই জানেন না
ইয়ানুর রহমান : শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগ উপজেলা ও পৌর নেতৃবৃন্দের সাথে কোন যোগাযোগ না করেই কমিটি দুটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা দেয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন নেতাকর্মীরা। এ ব্যাপারে মঙ্গলবার ২৮ জানুয়ারি বিকেলে বেনাপোল পদ্মা পয়েন্টে উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে তাদের বক্তব্য তুলে ধরেন।
যশোর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক স্বাক্ষরিত ওই দুই নয়া কমিটি ঘোষণার খবর ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান ও বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ২০১৩ সালের ১৯ জানুয়ারি শার্শা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। ওই কাউন্সিলে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেবল সিরাজুল হক মঞ্জুকে সভাপতি ও নূরুজ্জামানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে বার বার তাগিদ দেয়ার পরও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করায় জেলা কমিটি ১৯ জানুয়ারি ৬৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করে পত্রিকায় প্রেরণ করেন। এই নতুন কমিটির ব্যাপারে উপজেলা নেতৃবৃন্দের সাথে জেলা কমিটির কোন যোগাযোগ হয়নি। উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ছাড়া কিভাবে জেলা কমিটি নতুন করে উপজেলা কমিটি গঠন করে অনুমোদন দিয়েছে সেটা বোধগম্য নয়।
No comments:
Post a Comment