আমাদের সিলেট ডটকম:
সরস্বতী পূজার চাঁদা না দেয়ায় অধ্যক্ষের কার্যালয় ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ।
বুধবার রাতে কোতোয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ। মামলায় কলেজ ছাত্রলীগ সভাপতি অরুণ দেবনাথ সাগরসহ ১০ ছাত্রলীগ নেতাকর্মী নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনকে আসামী করা হয়েছে। তবে, আজ বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলাটি থানায় রেকর্ড করা হয়নি বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল সাড়ে তিনটার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ সাগর কলেজ অধ্যক্ষকে জরুরি ভিত্তিতে ক্যাম্পাসে আসার অনুরোধ জানান। ওই দিন কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় ক্যাম্পাস বন্ধ ছিল। অরুণের ফোন পেয়ে অধ্যক্ষ ক্যাম্পাসে আসেন। এ সময় অরুণ কলেজে পূজা উদযাপন উপলক্ষে অধ্যক্ষের কাছে কলেজ তহবিল থেকে চাঁদা দাবি করেন। কলেজ পরিচালনা কমিটির অনুমোদন-ব্যতীত ও পূজা উদযাপন কমিটি গঠনের আগে কোনো ধরনের টাকা দিতে অস্বীকৃতি জানান অধ্যক্ষ ড. ফাত্তাহ। এতে ক্ষুব্ধ হয়ে অরুণ কয়েকজন শিক্ষকের নাম ধরে গালাগাল করেন। এক পর্যায়ে তার সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মীরা অধ্যক্ষের কক্ষ, চেয়ার ও জানালার কাঁচ ভাঙচুর করে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্ত শেষে মামলা রেকর্ড করা হবে বলে জানান ওসি।
মদন মোহন কলেজের ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের মামলা
Thursday, January 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment