দক্ষিণ সুনামগঞ্জে বাসের ধাক্কায় মোটর সাইকেল চুর্নবিচূর্ণ,বড় ভাইয়ের বিবাহ যাত্রায় লাশ হলেন ছোট ভাই

Tuesday, January 28, 2014

আমাদের সিলেট ডটকম:

নববধুকে বরণ করতে বড় ভাইয়ের বিয়ের বরযাত্রায় গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লাশ হলেন ছোট ভাই বেনজীর আহমদ (১৯) ও তার খালাত ভাই শাহ আলম (১৯)।

মঙ্গলবার বেলা ২টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ব্রিজের কাছের মোড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী ২জন নিহত হন। সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী বাস সুরভী এন্টারপ্রাইজ সিলেট-জ- ১১ ০৬১০ বিপরীত দিক থেকে ছেড়ে আসা মোটর সাইকেলকে ধাক্কা দেয় । এতে মোটর সাইকেলটি ধুমড়ে মুচড়ে বাসের নিচে ঢুকে পড়ে ঘটনাস্থলেই প্রান হারান ২জন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ছিল উপজেলার জামলাবাদ গ্রামের মোড়ল বাড়ীর মনোয়ার হোসেনের পুত্র রুপমের বিয়ে। বেলা ১টার দিকে নোয়াখালী বাজার থেকে একই উপজেলার কনের বাড়ী বীর গাঁও সংলগ্ন সলপ গ্রামের উদ্দেশ্যে বর নিয়ে রওয়ানা হন বর পক্ষ। পারিবারিক একটি কাজে পেছনে পড়ে যান বরের আপন ছোট ভাই বেনজীর(১৯)। তখন বেনজীর তার খালাত ভাই বগুলা খাড়া গ্রামের সাজিদুর রহমানের পুত্র শাহ আলমকে (১৯) নিয়ে ১টি মোটর সাইকেলে কনের বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেন দুইজন। মোটর সাইকেলটি জয়কলস ব্রীজ পাড় হয়ে পয়েন্ট সংলগ্ন মসজিদের সামনের মোড়ে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা সুনামগঞ্জ গামী বাস সুরভী এন্টারপ্রাইজ তাদেরকে চাপ দেয়। সাথে সাথেই মোটর সাইকেল সহ ২জন চলন্ত বাসের একদম নিচে ঢুকে পড়ে ফলে ঘটনাস্থলেই নিহত হন ২জন। এদিকে এলাকার লোকজন বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মোনায়েম ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এদিকে বিয়ের দিনে এমন একটি মর্মান্তিক ঘটনায় উভয় পরিবারে শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় মুহুর্তের মাঝেই বিয়ের আনন্দ ম্লান হয়ে যায়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License