আমাদের সিলেট ডটকম:
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমারসহ নৌকার মাঝিদের উপর হামলা ঘটনায় তিন জেলেকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ব
বৃহস্পতিবার মধ্যরাতে টাঙ্গুয়ার হাওরের রুপাবুই বিলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে বৃহস্পতিবার রাতে আটক করে দুই বছর করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করেছেন টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার।
শুক্রবার দুপুরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হল তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাও গ্রামের বদিউজ্জামান মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৫), একই গ্রামের আতর আলীর ছেলে ইয়াদুল (২৫) ও শাহজাহান মিয়ার ছেলে লাকছান (২২)।
টাঙ্গুয়া হাওর কেন্দ্রীয় সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ আহমদ কবির ও নৌকার মাঝি উজ্জল মিয়া জানান, অবৈধভাবে হাওরে জেলেরা মাছ ধরতে গেলে ম্যাজিষ্ট্রেটসহ কমিউনিটি গার্ডের সদস্যরা মিলে আমরা বাধা প্রদান করি। এতে ক্ষিপ্ত হয়ে জেলেরা আমাদের উপর হামলা চালায়।
উল্লেখ্য, জেলা প্রশাসনের দায়িত্বে থাকা একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ চারটি ক্যাম্পে ৪০জন আনসার ১০ জন পুলিশ সদস্য ছাড়াও কমিউনিটি গার্ডের সদস্যরা হাওরের জীববৈচিত্র্য রক্ষার দায়িত্বে রয়েছে।
টাঙ্গুয়ার হাওরে ম্যাজিস্ট্রেটের উপর হামলা ৩ জেলের দুই বছরের কারাদন্ড
Friday, January 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment