আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের পর বিএনপি একক প্রার্থীর নাম ঘোষণা করেছে।
বুধবার উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভায় চেয়ারম্যান পদে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, জেলা ছাত্রদল সভাপতি এমরান আহমদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন ও পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট শাহানা হোসাইনকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দলের মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।
সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহমদ তালুকদারের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচনী চেয়ারম্যান পদপ্রার্থী লক্ষণাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নছিরুল হক শাহিন, জেলা ছাত্রদল সভাপতি এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান শাইস-া প্রমুখ। সভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নোমান উদ্দিন মুরাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট শাহানা হোসাইন তাদের বক্তব্যে নিজেদের প্রার্থিতার বিষয় ঘোষণা করেন। ব্যাপক আলাপ-আলোচনার পরও একক প্রার্থী নির্ধারণে ব্যর্থ হলে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি, পৌর বিএনপির কার্যনির্বাহী কমিটি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, উলামাদল, ছাত্রদল ও জাসাস নেতৃবৃন্দের অংশ গ্রহণে গোপন ব্যালটে ভোটের আয়োজন করা হয়। ভোট গ্রহণ শেষে কাউন্সিলরদের উপসি’তিতে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস ও পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, বিএনপি মনোনীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন।
উল্ল্লেখ্য, বিএনপির এই বর্ধিত সভা ও মনোনয়ন প্রক্রিয়ায় অপর চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন অংশ গ্রহণ করেননি। এছাড়া ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিব সভায় শুরু থেকে শেষ উপসি’ত থাকলেও এক প্রতিক্রিয়ায় উপজেলা ও পৌর বিএনপি মনোনীত প্রার্থীদের প্রত্যাখান করেছেন।
এছাড়া, চেয়ারম্যান প্রার্থী নছিরুল হক শাহীন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী নোমান উদ্দিন মুরাদ পৃথক প্রতিক্রিয়ায় বলেছেন, পর্যাপ্ত সময় না দিয়ে এবং উর্ধ্বতন সংগঠনের নেতৃবৃন্দের অনুপসি’তিতে প্রার্থী বাছাই প্রক্রিয়া করায় তারা ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই বর্জন করেছেন। তারা দাবী করেন, বাস-বতার আলোকে প্রার্থী বাছাই করা হলে তারাই বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনীত হতেন।
গোলাপগঞ্জে চেয়ারম্যান পদে এমরান ভাইস চেয়ারম্যান পদে মামুন ও শাহানা বিএনপি মনোনীত প্রার্থী
Wednesday, January 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment