বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা হুজহু থেকে জানবেন প্রবাসীদের অবদান
ব্রিটেনের বাংলা কমিউনিটির একমাত্র ইংরেজী সাপ্তাহিক বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গণির ছেলে তরুণ ব্যারিস্টার শাহাদাত করিমের সম্পাদনায় প্রকাশিত হুজহু তাদের সাফল্যের জন্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকট থেকে স্বীকৃতি লাভ করেছে।
সোমবার ২৭ জানুয়ারি সোমবার লন্ডনের ক্যানারি ওয়ার্ফের ডাইরেক্টর বোর্ড রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের লন্ডন-ঢাকা-সিলেটসহ আন্তর্জাতিক সব ফ্লাইটে হুজহুর অনন্য প্রকাশনাটি অন্তর্ভুক্তির মাধ্যমে এই স্বীকৃতি লাভের কথা জানিয়ে হুজহু সম্পাদক ব্যারিস্টার শাহাদাত করিম বলেন, এখন থেকে বিমানের যাত্রীরা তাদের ভ্রমণকালীন সময় হুজহু পড়তে পারবেন।
তিনি বলেন, আমরা ব্রিটেনে জন্ম নিয়ে বড় হলেও আমাদের মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে অহংকার করি। বাংলাদেশীদের সাফল্যের কথা আমাদেরকে সত্যিই অনুপ্রাণিত করে। আমরা চাই, আমাদের ভবিষ্যত প্রজন্ম যেন নিজেদের জীবন ও কর্মে সফল মানুষদের অনুসরণ করে। এ উপলব্ধি থেকেই আমরা হুজহুর কাজ করছি।
ক্যানারি ওয়ার্ফ গ্রুপের হেড অব কমিউনিটি এ্যাফেয়ার্স জাকির খানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমানের যুক্তরাজ্য কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিশতী বলেন, যাত্রীদের পড়ার সুবিধার্থে আমরা সবসময়ই এই প্রকাশনার নতুন সংস্করণ বিমানে রাখবো। এই প্রকাশনার মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশীরাই নয়, বিদেশীরাও ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির সফলতা সম্পর্কে জানতে পারবেন।
No comments:
Post a Comment