আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী একাডেমী এন্ড জুনিয়র হাই স্কুলে বিশ্বনাথ ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি গাড়ী প্রদান করা হয়েছে। এ
উপলক্ষে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাজাঞ্চী একাডেমী এন্ড জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়েরর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ডেভেলাপমেন্ট ট্রাষ্টের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভেলাপমেন্ট ট্রাষ্টের ট্রেজারার আবুল কালাম, ট্রাস্টি চেরাগ আলী, বিশ্বনাথ মুসলিম সাহিত্য সংসদের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, বর্তমান সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ছইফ উল¬াহ, খাজাঞ্চী এডুকেশন ট্রাষ্টের সভাপতি আব্দুস শহীদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন শাহিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবে সহ-সাধারন সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সংগঠক মোস্তাক আহমদ মোস্তফা, নান্নু মিয়া, সাইদুর রহমান, রুবেল আহমদ আফজাল, রাসেল আহমদ, মো. আল আমিন, ফখরুল ইসলাম, পাবেল আহমদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম নীলয়, বিধান সাহা, খায়রুল ইসলাম, আকিক মিয়া, মামুনুর রশীদ, মজনু মিয়া, শিক্ষিকা সামিয়া বেগম, রেশমা বেগম, নাজমা বেগম, নাজমীন আক্তার, রুমি বেগম প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানপত্র পাঠ করে ১০ম শ্রেণীর ছাত্রী সালমা বেগম। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
খাজাঞ্চী একাডেমী এন্ড হাই স্কুলে বিশ্বনাথ ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র গাড়ী প্রদান
Thursday, January 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment