আমাদের সিলেট ডটকম:
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের বিবাদের জের ধরে শনিবার সন্ধ্যা থেকে রোববার বিকাল পর্যন্ত প্রায় ২১ ঘন্টা বালাগঞ্জ – তাজপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সড়কে বাস, অটোরিক্সাসহ সব রকমের যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়েছে। অবশেষে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং শ্রমিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিচারের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলা সদরস্থ ডিএন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উপজেলা ক্রিকেট টূর্ণামেন্টের একটি ম্যাচের প্রতিদ্বন্ধি দু’দলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এরপর স্থানীয় বোয়ালজুড়ের খেলোয়াড়রা সিএনজিযোগে ফিরে যাওয়ার পথে পুনরায় বালাগঞ্জের খেলোয়াড়দের সাথে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার সূত্র ধরে সন্ধ্যায় বোয়ালজুড় বাজারে কথিপয় লোকের হাতে বালাগঞ্জের অটোরিক্সা চালক রুহেল আহমদ, বাস চালক আজির উদ্দিনসহ তার হেলপার আখতার মিয়া প্রহৃত হন। এমন সংবাদ প্রকাশ হওয়ার পর অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্যসহ এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় শ্রমিক ইউনিয়নের সদস্যরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানালে পুলিশের সাথে বাদানুবাদ বাদে। এরপর পরিবহন শ্রমিকরা বালাগঞ্জ তাজপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
বিষয়টি আপোষ মিমাংসা করতে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস-াকুর রহমান মফুর, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তাৎক্ষনিক উদ্যোগ গ্রহণ করেন। এরপরও শনিবার রাত থেকে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে পরদিন বিকাল পর্যন্ত স্থানীয় যাত্রী সাধারণকে মারাত্মক ভোগান্তি পোহাতে হয়েছে। অবশেষে বিচারের মাধ্যমে ঘটনার নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট সকল পক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে রোববার বিকাল থেকে সড়কের অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে আলাপকালে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেন, বিষয়টি বিচারের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আনহার মিয়া বলেন, খেলোয়াড়দের বিরোধের বিষয়টি শনিবার রাতেই তাৎক্ষনিকভাবে নিষ্পত্তি করা হয়েছিল, তবে পরবর্তীতে পরিবহন শ্রমিকদের সাথে ঘটনার সূত্রপাত হলে বিষয়টি রোববার পর্যন্ত গড়ায়। অবশ্য ইতোমধ্যে বিকালেই সকল পক্ষের মতামতের ভিত্তিতে বিচারের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সর্বশেষ রাতে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক সার্বিক পরিসি’তি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন।
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বালাগঞ্জ-তাজপুর সড়ক অবরোধ
Sunday, January 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment