আমাদের সিলেট ডটকম:
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’ পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৬ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্র্শী সূত্রে জানা গেছে, রাইয়াপুর গ্রামে সাবেক মেম্বার মজতাহিদ মিয়া গংদের সাথে একই গ্রামের জুনেদ চৌধুরীর মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার সকালে জুনেদ মিয়াগংরা বিরোধ জমির উপর দিয়ে পানি চলাচলের বাঁধ অপসারণ করতে গেলে মসতাহিদ গংরা বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ বাধে।
সংঘর্ষে আহত পেয়ারা বেগম (৪৫), নাইওর মিয়া (৫০), খেলাপতি (৩৫), ফয়জুল হক (৫৫), আশিকুল ইসলাম (৩৫) ও সবুজ মিয়া (৫৪) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের নবীগঞ্জ উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জের রাইয়াপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
Wednesday, January 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment