দুদকের ২০১৩ এর ৩২(২) ও ৩২ক ধারা বাতিলের রায়টি ঐতিহাসিক ও হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের প্রতি গণ অভিনন্দন – দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

Saturday, February 1, 2014

আমাদেও সিলেট ডটকম:

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী,স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিক জনাব মকসুদ হোসেন এক বিবৃতিতে গত ৩০ জানুয়ারী ২০১৪ দেশের উচ্চ আদালতে দুর্নীতি দমন কমিশনের ২০১৩ এর ৩২(২) ও ৩২ক ধারা অসাংবিধানিক ধারাটির বিষয়ে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের এই রায়টি একটি ঐতিহাসিক রায় উল্লেখ করে বলেন মহাজোট সরকার তাদের ইস্তেহারে ২নং স্থানে জনগণের সাথে ওয়াদা করেছিল দুদককে আরো শক্তিশালী করা হবে। ক্ষমতার শেষ প্রান্তে এসে তারা এই ওয়াদা শুধু বরখেলাপী করেনি সংবিধানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দুদকের ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে। তারা বলেন নবম জাতীয় সংসদে শেষ অধিবেশনে নাটকীয় ভাবে পাশকৃত সরকারী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত ও মামলা দায়েরে সরকারের পূর্বানুমতির বিধান সংবলিত দুর্নীতি দমন কমিশন (সংশোধিত) আইন ২০১৩ এর ৩২(২) ও ৩২ক কালো ধারা গুলো বাতিল হওয়ায় জনগণ খুবই স্বসি’বোধ ও কৃতজ্ঞতা প্রকাশ অবশ্যই করবে। দুদকের ২০১৩ এর ৩২(২) ও ৩২ক ধারা বাতিলের রায়টি ঐতিহাসিক ও হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের প্রতি গণ অভিনন্দন জানিয়ে বলেন, অত্র সংগঠন স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের দাবীতে মহামান্য রাষ্ট্রপতি, সরকার ও সংশ্লিষ্ট সকলকে এব্যাপারে বারবার তাগিদ দেওয়া হয়েছিল। সরকার তা কর্ণপাত করেন নাই। নেতৃবৃন্দ ২০০৮ সালের প্রণিত দুর্নীতি দুমন কমিশনের আইন ও বহালের লক্ষে মজলুম জনগণের পক্ষ থেকে আরো একটি রীট করার জন্য হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের প্রতি আকুল আহবান জানান। অপর এক বিবৃতিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক সাহেবের অর্থ প্রাচার মামলা খালাসের ব্যাপারে সংশ্লিষ্ট মামলার বিচারক মোতাহের হোসেনের বিষয় সম্পত্তির উপর তদন্তের প্রেক্ষিতে ফোরামের নেতৃবৃন্দ বলেন সংবাদ মিডিয়ায় বিচারকের দুর্নীতির খবর প্রকাশ পায়। বর্তমান প্রধান বিচার প্রতি এব্যাপারে বিচারপতিদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের কাছে জমা দেওয়ার জন্য আহবান করেছেন। অতএব সুপ্রিম কোর্ট বার সমিতি দুদকের তদন্ত ব্যাপারে তাদের বক্তব্য স্ববিরোধী ও দ্বিমত পোষন করে বলা হয়, শুধু মোতাহের হোসেন নয় গণমাধ্যমে প্রকাশিত অন্যান্য বিচারকগণকেও বিষয় সম্পত্তির হিসাব এর তদন্ত করা হলে তারেক সাহেবের অর্থ প্রচার মামলার বিচারক মোতাহের হোসেনের তদন্ত দেশবাসীর কাছে সাধুবাদও জিন্দাবাদ পাওয়ার দুদকের প্রাপ্য।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License