চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতাসহ ২ জন আহত হয়েছে। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনকে গুরুতর আহত অবস’ায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রোববার বিকেল ৩টায় উপজেলার উবাহাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার সুফি মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত দুর্গাপুর বাজারের জ্বালানী তেলের দোকানে হামলা ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীদের আঘাতে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ও জ্বালানী ব্যবসায়ী মো. তাজুল মিয়া (৩৫) ও তার ছোট মো. শাহিন মিয়া (২৫) গুরুতর আহত হয়। আহতদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত শাহিন মিয়াকে কর্তব্যরত চিকিৎসকরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন তাজুল মিয়া এ প্রতিনিধিকে জানান, দুর্বৃত্তরা এ সময় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩ লাখ টাকা লুট করেছে।
চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতাসহ ২ জন আহত ॥ ৩ লাখ টাকা লুট
Sunday, January 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment