শীর্ষ নিউজ, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যুদ্ধাপরাধী এবং রাজাকারদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করুন। আগে নিজে সংশোধন হোন। রাজাকারের বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে আসুন।
সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশনেত্রী ফোরাম আয়োজিত ‘আওয়ামী লীগের দুশাঃসন মৃতপ্রায় গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে এইসব কথা বলেন তিনি।
তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইনু সাহেব আপনি আজ গণবাহিনীর হত্যার কথা ভুলে শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার হয়েছেন।
গণমাধ্যম সম্পর্কে গয়েশ্বর বলেন, জনগণের কথা বলাই গণমাধ্যেমের কাজ। গণমাধ্যম হতে হলে সাগর-রুনি, মাহমুদুর রহমান বা চ্যানেল ওয়ান, দিগন্ত এবং ইসলামিক টিভি হতে হবে। অন্যথায় হতে হবে আওমী লীগ মাধ্যম।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ভয় বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। এর আগে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, স্বৈরাচার এরশাদকে হটিয়েছি, এবার নব্য স্বৈরাচার শেখ হাসিনাকেও হটাব।
No comments:
Post a Comment