আমাদের সিলেট ডটকম:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যমূলক গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করে অবিলম্বে আগের স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষনার দাবীতে লিফলেট বিতরন ও গণসংযোগ করেছে সচেতন সিলেটবাসী।
রোববার সন্ধ্যায় নগরীর মদিনা মার্কেটে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরনকালে বক্তারা বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত গুচ্ছ ভর্তি পরীক্ষার নামে গুটি কয়েক ব্যাক্তির কাছে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ উপেক্ষিত হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ে দেখা দিয়েছে উদ্বেগজনক এই পরিস্থিতি। বিবেকবান মানুষ হিসেবে এটা কারও কাম্য হতে পারেনা। সুশীল সমাজ তথা সকল পেশার মানুষ ও শিক্ষার্থীরা মিলে যৌথ ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করতে কর্তৃপক্ষকে বাধ্য করতে হবে।
লিফলেট বিতরন ও গণসংযোগকালে বক্তব্য রাখেন ও উপসি’ত ছিলেন, সচেতন সিলেটবাসীর স্টিয়ারিং কমিটির প্রধান মুখপাত্র লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, সদস্য সচিব প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহবায়ক ও মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল এম আতাউর রহমান পীর, শাবি স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক জাহেদ আহমদ তালুকদার, জগন্নাথপুর দক্ষিন সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন, শাবিপ্রবির সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের আহবায়ক মাহবুবুর রউফ নয়ন, যুগ্ম আহবায়ক আল আমিন রাসেল, মুক্তিযুদ্ধ প্রজন্ম ৭১ সিলেট জেলার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ চৌধুরী, মদনমোহন কলেজের ছাত্রদল নেতা ইবনে জাহান তানভীর প্রমুখ। -
গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবীতে সচেতন সিলেটবাসীর গণসংযোগ
Sunday, January 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment