আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত রয়েছে।
রোববার সিলেট সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ এই লক্ষ্যে যৌথ অভিযান পরিচালিত করেছে। সকাল সাড়ে ১১টায় সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
প্রথম ধাপে সুরমা মার্কেট পয়েন্ট থেকে এই অভিযান শুরু হয়ে কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার-চৌহাট্টা-আম্বরখানায় করা হয়। দ্বিতীয় ধাপে বন্দরবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যেসব মালপত্র ফুটপাতে রাখা ছিল তা জব্ধ করা হয়। একই সাথে অনেক দোকানের মালপত্র দোকানের নির্দিষ্ট সীমানার বাইরে রাখার কারণে জরিমানা করা হয়। অভিযানকালে বিভিন্ন সড়কের উপর অবৈধভাবে থাকা স্ট্যান্ডের গাড়ি সরিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীকে সুন্দর রাখার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, এই অভিযান সিলেটবাসীর স্বার্থে-এই বিষয়টি নগরবাসী অনুধাবন করে যেভাবে উন্নয়নকাজে স্বতঃফুর্তভাবে সাড়া দিচ্ছেন, সে কারণে সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ।
অভিযান চলাকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমেদ বলেন, এই অভিযানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, এখনও আমরা মানুষকে সতর্ক করে দিচ্ছি। এরপরও অবস’ার উন্নতি না হলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, সিলেট সিটির কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপসি’ত ছিলেন।
সিলেটে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত
Sunday, January 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment