সিলেটে দিনেদুপুরে ছুরিকাঘাতে সাবেক নারী সিটি কাউন্সিলরের ছেলে খুন
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত (১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড) আসনের সাবেক কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দলের নেতা শাহানা বেগম শানুর ছেলে সোহান ইসলাম (১৮) দিনেদুপুরে খুন হয়েছে।
রবিবার ২৬ জানুয়ারি বেলা আড়াইটার দিকে সিলেট মহানগরীর কুয়ারপাড়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
সোহান ইসলাম সিলেট মদন মোহন কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
পারবারিক সূত্র জানায়, মহানগরীর জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার ছোটবোন নুশরাত জাহান স্বর্ণাকে নিয়ে সোহান ইসলাম নিজেদের খুলিয়াপাড়স্থ বাসায় ফিরছিল।
লামাবাজার পুলিশ ফাঁড়ির কাছে আসার পর ১৫/২০ একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে প্রথমে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আশংকাজনক অবস্থায় সোহান ইসলামকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। ব্যক্তিগত পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে।
No comments:
Post a Comment