সিলেটে বর্ণাঢ্য বর্ণমালার মিছিল করে ভাষার মাসকে বরণ করলো সম্মিলিত নাট্য পরিষদ
নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত নাট্য পরিষদ সিলেট বর্ণাঢ্য আয়োজনে এবারই প্রথম মহান ভাষার মাসকে বরণ করলো। এ উপলক্ষে বর্ণমালার মিছিলের আয়োজন করা হয়।
শনিবার পয়লা ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণমালার মিছিলের শুভ উদ্বোধন করেন ভাষা সৈনিক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. আব্দুল আজিজ। শিশু-কিশোর, নাট্য ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
বর্ণমালার মিছিলে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সৈয়দ মুফীজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যরিস্টার মো. আরশ আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সংগীত শিল্পী রানা কুমার সিনহা, আবৃত্তিকার ও সংগঠক মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক আমিনুল ইসলাম লিটন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত, সংগঠক সৈয়ীদ আহমদ বহলুল, গৌতম চক্রবর্তী, অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন প্রমুখ।
No comments:
Post a Comment