ক্রিকেট নিয়ে বাংলাদেশকে হুমকি দিলো ভারত

Tuesday, January 28, 2014

মানবজমিন: ক্রিকেট নিয়ে বাংলাদেশকে হুমকি দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসন। তিনি বলেছেন, বিগ-থ্রির সংস্কার প্রস্তাবের পক্ষে অবস্থান না নিলে ভারত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসবে না। দেখি আপনারা কি করেন। আজ আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ কথা বলা হয়।

ক্রিকেট বিশ্বের ওপর একচ্ছত্র আধিপত্যের যে পরিকল্পনা ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া করেছে, সে জন্য আইসিসির সাতটি পূর্ণ সদস্য দেশের সম্মতি দরকার। নানাবিধ প্রলোভন, আর্থিক সুযোগ-সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের পক্ষে আনতে পেরেছে মোড়লেরা। কিন্তু বাংলাদেশের ক্রিকেট-সংশ্লিষ্টদের বারবার চাপ দিয়েও রাজি না করাতে পেরে নাকি এমন হুমকি দিয়েছেন শ্রীনিবাসন। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ‘গোটা পরিকল্পনা যার মস্তিষ্কপ্রসূত, সেই নারায়ণস্বামী শ্রীনিবাসন, মা মারা যাওয়ায় দুবাই আসতে পারেননি। তার হয়ে বাংলাদেশের কর্তাদের সঙ্গে কথা বলেন আইপিএল কর্তা সুন্দর রামন ও সচিব সঞ্জয় পটেল। বাংলাদেশ রাজি হচ্ছে না দেখে এবার চাপ দেওয়ার জন্য স্কাইপে শ্রীনিবাসনকে ডেকে আনা হয়। শ্রীনিবাসন একটা সময় উত্তেজিত হয়ে বলেন, আপনারা রাজি না হলে আমরা এ বছর বাংলাদেশে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলব না। এশিয়া কাপ থেকেও নাম তুলে নেব। দেখি, আপনারা কি করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License