সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে ৫ জন হয়েছে।
শাবিপ্রবি ছাত্রলীগ নেতাদের অভিযোগ, ছাত্র শিবির রবিবার ২৬ জানুয়ারি বিকেল পৌণে ৩টার দিকে শাবিপ্রবি ক্যাম্পাসে গোপন সভা করছিল। খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। প্রায় ১৫ মিনিট ধরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
এ সময় ছাত্র শিবির কর্মীরা কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে তারা একটি ভবন ও কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করলে ছাত্র শিবির ক্যাম্পাস ত্যাগ করে।
ভিডিওচিত্র দেখতে চলমান ছবিতে ক্লিক করুন।
No comments:
Post a Comment