আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর দিবা রাণী দে বাবলীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে কাউন্সিলরের যতরপুরের বাসা থেকে তাকে কোতোয়ালী থানার পুলিশ গ্রেফতার করে। সিটি কর্পোরেশনের ১৩, ১৪ ও ১৫ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর দিবা রাণী দে’র বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম জানান, গত ২৭ জানুয়ারী যতরপুর এলাকা দিবা রাণী দে ও তার স্বামীসহ পরিবারের লোকজন ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালান। এ ঘটনায় যতরপুরের বাসিন্দা মাওলানা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয় কাউন্সিলর দিবা রাণী দে ও তার স্বামী মণিন্দ্র রঞ্জন দে মাওলানা আব্দুল মতিনকে বেধড়ক পিটিয়ে নগ্ন করে মোবাইলে ছবি তুলে। এর প্রেক্ষিতে মাওলানা আব্দুল মতিন বাদী হয়ে কাউন্সিলর দিবা রাণী, তার স্বামী মণিন্দ্র রঞ্জন দে ও আরো ২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।
মামলা দায়েরের প্রেক্ষিতে কোতোয়ালী থানার পুলিশ আজ বিকেল ৪টায় যতরপুরের বাসা থেকে কাউন্সিলর বাবলীকে গ্রেফতার করে। বিকেলেই তাকে কোর্টে চালান দেয়া হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
কাউন্সিলর দিবা রাণী দে বাবলীর বিরুদ্ধে জনৈক আব্দুল মতিনকে হত্যার অভিযোগে ইতোপূর্বে আদালতে মামলা দায়ের করা হয়। এই মামলাটিও আদালতের নির্দেশে তদন্ত করছে কোতোয়ালী থানার পুলিশ।
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর দিবা রাণী দে বাবলী গ্রেফতার
Saturday, February 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment