শাবিপ্রবিতে চেতনা ৭১ ভাংচুর ও হামলার দায়ে ১৪ ছাত্র শিবির নেতাকর্মী সাময়িক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভাস্কর চেতনা ৭১ ভাংচুর এবং এই ভাংচুরের প্রতিবাদে আয়োজিত শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে হামলার দায়ে ১৪ ছাত্র শিবির নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত শাবিপ্রবির শৃঙ্খলা বোর্ডের সভায় ছাত্র শিবির নেতাকর্মীদের সামিয়ক বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয়া হয়।
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন। এতে শৃঙ্খলা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়।
সাময়িকভাবে বহিষ্কৃতদের মধ্যে ছাত্র শিবির শাবিপ্রবি শাখার সভাপতি হোসেইন আহমদ এবং সেক্রেটারি এহসানুল করিমও রয়েছেন।
গতবছর ১৩ ডিসেম্বর এই হামলার ঘটনা ঘটে। ছাত্র শিবির নেতাকর্মীরা এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয়।
No comments:
Post a Comment