সোমবারের হরতাল পেছাল জামায়াত

Saturday, February 1, 2014

নতুন বার্তা,ঢাকা: সোমবারের হরতাল পিছিয়েছে জামায়াতে ইসলামী।সোমবারের পরিবর্তে আগামী বৃহস্পতিবার দেশব্যপী এই কর্মসূচি পালন করবে দলটি।


জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এইচ এম হামিদুর রহমান আযাদ নতুন বার্তা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


হামিদুর রহমান আযাদ বলেন, “রোববার এস্তেমা শেষে মুসুল্লিদের যাতায়াত ও মঙ্গলবার হিন্দু ধর্মাবলম্বীদের স্বরসতী পূজায় মানুষের যাতায়াতের কথা বিবেচনায় করে আমাদের সোমবারের কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার একই দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।”


শুক্রবার সন্ধায় এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া ফাঁসির রায়ের প্রতিবাদে সোমবার সারা দেশে হরতালের ঘোষণা দিয়েছিল দলটি।


বিবৃতিতে বলা হয়েছে,“সরকার জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে।”


বিবৃতিতে আরো বলা হয়, ২০০৪ সালের ১ এপ্রিল দায়ের করা ১০ ট্রাক অস্ত্র মামলার এফ.আই.আর-এ মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ছিল না। ২০০৪ সালের ১১ জুন দাখিল করা চার্জশিটেও মাওলানা নিজামীর নাম ছিল না। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ২০১১ সালের ২৬ জুন নিজেদের পরিকল্পিত ছকে দ্বিতীয় দফা চার্জশিটে মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্তর্ভুক্ত করে অন্যায়ভাবে ফাঁসানোর ষড়যন্ত্র করে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License