ঝালকাঠি ও নলছিটিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ৩ আহত ১
গাজী বশির, ঝালকাঠি : ঝালকাঠির-নবগ্রাম সড়কে শুক্রবার দুপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।
ঝালকাঠি থানা পুলিশ জানায়, ঝালকাঠি সদরের গাভারাম চন্দ্রপুর ইউনিয়নের তেরখাদা গ্রামের ইউনুস আলীর ছেলে হাবিব হাওলাদার ও তার দুই বন্ধু মোটর সাইকেলে ঝালকাঠি শহরে আসার পথে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক হাবিব হাওলাদার (২৩) নিহত হয়।
এ সময় মোটর সাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়। তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একজন মারা যায়।
অন্যদিকে টমটম চাপায় গুরুতর আহত নলছিটি উপজেলার অভয়নিল গ্রামের মুক্তিযোদ্ধা মতিউর রহমান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিদ্ধকাঠি ইউনিয়নের অভয়নিল সড়কে বুধবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় টমটমের চাপায় পৃষ্ট হয়ে মুক্তিযোদ্ধা মতিউর রহমান গুরুতর আহত হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নেয়া হয় ডায়াবেটিক হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
No comments:
Post a Comment