আমাদের সিলেট ডটকম:
গ্রেফতার, হয়রানি এড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী মেস, বাসাবাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে পুলিশ শিবিরের নেতাকর্মীদের গ্রেফতারের নামে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে হয়রানি করছে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীকে। তবে বর্তমানে পুলিশ এসব অভিযানের মাধ্যমে শিবির নেতাদের গ্রেফতার না করে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বাড়ির মালিকদের হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে।
আবাসিক হলগুলোতে আসন সিমীত থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনহাজার শিক্ষার্থী অনেকটা বাধ্য হয়েই বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় বিভিন্ন মেসে কিংবা ফ্লাট বাসায় অবস্থান করেন। কিন্তু গত কয়েক দিন যাবত অব্যাহত পুলিশি অভিযানে শিবির নিধনের নামে যে গণগ্রেফতার চালানো হচ্ছে তাতে করে ইতোমধ্যেই শিৰার্থীরা মেস পরিবর্তন করে নতুন আশ্রয়ের সন্ধানে ছুটছেন। আর যারা নতুন মেসের সন্ধান পাননি তারা গ্রেফতারের আতঙ্ক নিয়েই বসবাস করছেন।
শিৰার্থীদের অবস্থানের কারনে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকাগুলোতে আবাসন খাতের ব্যাবসা বেশ জমজমাট। বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী নয়াবাজারে বাসার মালিকরা সাধারণত মেস কেন্দ্রীক বাসা তৈরী করেন। তাদের বাসার ডিজাইনও দেওয়া হয় শিৰার্থীদের থাকার উপযোগী করে। কিন্তু গত কয়েকদিনের পুলিশি অভিযানে অনেক সাধারণ শিক্ষার্থী ইতিমধ্যেই বাসা ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছেন।আবার পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের কাছে মেস ভাড়া না দেওয়া ও অবস্থানরত শিৰার্থীদের বের করে দেওয়ার কথা বলাতে চাপে রয়েছেন বাসার মলিকরা । তাই বিশাল অঙ্কের লোকসান গুণতে হচ্ছে বাসার মালিকদের। অন্যদিকে শিৰার্থীহীন নয়াবাজারে ব্যাবসা বানিজ্যের অবস্থগাও নাজেহাল। শিৰার্থীদের কেন্দ্র করে গড়ে ওঠা হোটেল, রেস্টুরেন্ট ব্যাবসায়ীদের বেচাকেনা অনেকটা শূন্যের কোটায়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিৰার্থীদের কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন ধরনের ব্যাবসা প্রতিষ্ঠান মোবাইল রিচার্জ, ফটোকপি, ফাস্ট ফুডের ব্যবসাও জমছে না আগের মত। জানতে চাইলে শিক্ষার্থীদের অবস্থান পরিবর্তনের কারনেই ব্যাবসার এই বেহাল দশা বলে জানান এক ব্যাবসায়ী, তিনি আরো জানান, উদ্ভূত প্রেৰিতে অনেক ব্যাবসায়ী ব্যাবসা বানিজ্য গুটিয়ে অন্যত্র চলে যাওয়ার কথাও ভাবছেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম দীপু বলেন, এটা সত্যি যে সাধারণ শিৰার্থীরা হয়রানির স্বীকার হচ্ছে তবে আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের সাধারণ শিৰার্থী ও এলাকাবাসী হয়রানির স্বীকার না হয়।
আতঙ্কে শাবি শিক্ষার্থীরা হয়রানিতে এলাকাবাসী
Saturday, February 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment