আমাদের সিলেট ডটকম:
গত শুক্রবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে এ্যাডভাইজারী কমিটি প্রবাসীদের কাছ থেকে সংগৃহিত ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন বিসিএ ইউকের সাবেক চেয়ারম্যান ও ইউকে কমিটির চেয়ারম্যান মাহমাদুর রশীদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান সাপ্তাহিক ও নতুন দিন পত্রিকার ভাইস চেয়ারম্যান এম এ আহাদ, ভাইস চেয়ারম্যান মোঃ শামস উদ্দিন এবং ইউকে কমিটির জেনারেল সেক্রেটারী মিসবাহ জামাল। চেক গ্রহণ করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডাঃ এম এ রকিব ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আমিনুর রহমান লস্কর।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব ব্রিগেডিয়ার (অব.) ডাঃ এ মালিক। তিনি তার বক্তব্যে সিলেট অঞ্চলে মানবকল্যানে প্রবাসীদের ভূমিকার ভয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অলাভ জনক ও সেবামূলক প্রতিষ্ঠান সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সরকার, প্রবাসী এবং দেশের ব্যক্তি প্রতিষ্ঠানের সাহায্যে আজ এ অঞ্চলের হৃদরোগীদের সেবা প্রদান করে যাচ্ছে। এই হাসপাতাল পূর্ণাঙ্গ চালু হলে হৃদরোগীদের ঢাকা অথবা দেশের বাহিরে যেতে হবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আস’া ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবী মিজান আজিজ চৌধুরী সুইট।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে স্বাধীন বাংলা বেতার এবং চলচ্চিত্র জগতের বরেণ্য শিল্পী দম্পতি মোঃ রফিকুল আলম ও আবিদা সুলাতানা সংগীত পরিবেশন করেন।
এতাছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ভাইস প্রেসিডেন্ট শামসুল আলম চৌধুরী, এম মুহিবুর রহমান, ট্রেজারার আলহাজ্ব আব্দুল হান্নান চৌধুরী, ইমপেক্ট ফাউন্ডেশনের ট্রাস্টি মনসুর আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এ মালিক (বীর প্রতিক) এবং সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লা শহিদুল ইসলাম শাহিন এডভোকেট প্রমুখ।
No comments:
Post a Comment