আমাদের সিলেট ডটকম:
সিলেটে পুলিশের অভিযানে ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সিলেট মহানগর পুলিশের অভিযানে ৪৪ জন এবং সিলেট বিভাগের ৪ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিলেট মহানগরীর ৪৪ জনের মধ্যে শাহপরাণ থানায় সর্বাধিক ৩৪জন রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জিদান আল-মুসা।
গ্রেফতারকৃত বাকী ৭১ জনের মধ্যে সিলেট জেলায় ১৯ জন, মৌলভীবাজারে ১১, হবিগঞ্জ ১৫ ও সুনামগঞ্জ জেলার ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
সিলেট বিভাগে পুলিশী অভিযানে গ্রেফতার ১১৫
Saturday, February 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment