সুশিক্ষায় শিক্ষিত না হলে কখনো ভালো মানুষ হওয়া যায়না -সৈয়দ মহসীন আলী

Monday, January 27, 2014

m1 m3 m4 সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত না হলে কখনো ভালো মানুষ হওয়া যায়না। ভালো মানুষ হতে হলে অনেক কষ্ট করতে হয়। সুশৃংঙ্খল জীবন গঠনের পাশাপাশি পড়াশুনায় মনযোগী হতে হয়। মা-বাবা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। কেননা তাদেরকে ভালোবাসা নিজের দেশকে ভালোবাসার সমান।

সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম। অনেক ত্যাগের পরে লক্ষ প্রানের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার সঠিক ইতিহাস বর্তমান প্রজন্ম জানেনা। তাদেরকে স্বাধীনতার সঠিক ইতিহাস তাদেরকে জানতে হবে। একজন সত্যিকারের দেশ প্রেমিক হতে হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে শিক্ষাসহ নানা ক্ষেত্রে অনেক বৈপ্লবিক পরিবর্তন করেছেন। বাংলাদেশের মানুষ সেইজন্য ভোট দিয়ে আবারও তাকে নির্বাচিত করেছে।

সোমবার দুপুরে নগরীর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজিবি সিলেট সেক্টরের পিএসসি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ জামাল মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের এসএমপি কমিশনার মোঃ মিজানুর রহমান, সিলেট জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহুর চৌধুরী সুফিয়ান।

সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ ফয়জুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ৪১ বিজিবির অধিনায়ক ও এডভাইজার সদস্য লে. কর্নেল শাহ আলম চৌধুরী, কলেজ এর পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সুধাংশু চন্দ্র দাস, ছিদ্দেক আলী তালুকদার প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License