শীর্ষ নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, যাদের দিল মে ‘হিন্দুস্তান’ তাদের আমরা ভারত চলে যেতে বলছি না। প্রধানমন্ত্রী বাংলাদেশেই থাকুন। কিন্তু মানুষকে একটু শান্তিতে থাকতে দিন। গণতন্ত্র বিপন্ন করবেন না।
রোববার বিকেলে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে দেশের জনগনকে শান্তি দিন। বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেন সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না, গণতন্ত্রের ভাষাও নয়।’
রিপন বলেন, বিএনপি চেয়ারপারসন পাকিস্তানে কেন যাবেন। তিনি এদেশের নাগরিক। তার স্বামী স্বাধীনতাযুদ্ধ করেছেন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলীয় নেত্রী।’
সরকার বিরোধী দলকে ধ্বংসের রাজনীতি করছে মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই জনগন থেকে বিচ্ছিন্ন থেকেছে।’
যৌথবাহিনীর অভিযানের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা যেভাবে অভিযান পরিচালনা করছে তা ভালো সংস্কৃতি নয়। আইনশৃঙ্খলা বাহিনী আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রাখবে। কিন্তু তাদের অভিযানে সরকারি দলের লোকজন সঙ্গে থাকে। এটা কীসের অভিযান।’
আসাদুজ্জামান রিপন বলেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মী ছাড়াও অজ্ঞাত লাশ পাওয়া যাচ্ছে। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশ বিদেশের মানবাধিকার সংস্থার তদন্ত করা জরুরি।
প্রতিহিংসার রাজনীতি দেশকে বিভাজনের দিকে নিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, এতে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। বিভাজন আর বিরোধ এখন প্রত্যন্ত অঞ্চলেও বিরাজমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারতকে অনেক কিছু দিয়েছেন। কিন্তু তিনি ভারত থেকে কোনো কিছু নিয়ে আসতে পারেন নি। তিস্তা চুক্তিসহ কোনো চুক্তিই সফলতার মুখ দেখেনি।’
ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে যে বিতর্ক উঠেছে এ ব্যাপারে সরকার ও ক্রীড়ামন্ত্রীর ব্যাখ্যা চাচ্ছি। পাশাপাশি ক্রিকেট নিয়ে ক্রিকেট প্রেমীদের বর্তমান দাবির প্রতি সমর্থন জানাচ্ছি।’
এ সময় দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, শামীমুর রহমান শামীম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম, রফিক শিকদার, শাহজাহান মিয়া স¤্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment