উপজেলা পরিষদ নির্বাচন : বাছাইকালে সিলেটে ৩৩টি মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ৬টি উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইকালে নানা কারণে ৩৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে চেয়ারম্যান পদে ৯টি, পুুরষ ভাইস চেয়ারম্যান পদে ১৬টি ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৮টি। নিজে ঋণ খেলাপি, ঋণ খেলাপির জিম্মাদার থাকা, আয়কর রিটার্ন দাখিল না করা, ব্যাংক একাউন্ট না থাকা, হলফনামায় স্বাক্ষর না করা ইত্যাদি কারণেই মূলত এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।
তবে এই বাতিল ঘোষণা আপাততঃ মনোনয়নপত্রে কোন ত্রুটি না থাকায়। অর্থাৎ পরবর্তী সময়ে মনোনয়নপত্রে কোন ত্রুটি পাওয়া গেলে বাছাইকালে বৈধ ঘোষিত মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে বা প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে আপিলের পর বাতিল হয়ে যাওয়া মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হতে পারে।
বাতিল হয়ে যাওয়া মনোনয়নপত্রের মধ্যে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জামায়াতে ইসলামী নেতা মো. জয়নাল আবেদীনের মনোনয়নপত্রটিও রয়েছে। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
শুধুমাত্র ব্যাংক একাউন্ট না থাকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ৩ জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা করা হয়। এই প্রার্থীরা হলেন শিরিন আক্তার, সুফিয়া বেগম ও আয়শা খাতুন।
যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা ৩ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিলের সুযোগ পাবেন। এজন্যে রিটার্নিং অফিসারের নিকট থেকে বাতিল ঘোষণা সংক্রান্ত দলিলপত্রের সত্যায়িত কপি সংগ্রহ করতে হবে।
No comments:
Post a Comment