সোহানের খুনিদের ফাঁসির দাবিতে নগরীতে বিক্ষোভ : মানববন্ধন

Friday, January 31, 2014

আমাদের সিলেট ডটকম:

নগরীর কুয়ারপারের বাসিন্দা কলেজ ছাত্র সোহানের খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার ঘটনাস’ল লামাবাজার পুলিশ ফাঁড়ির সামনে শত শত মানুষ মানববন্ধন করে। এ সময় আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা খুনিদের গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেন।

বাদ জুম্মা খুলিয়াপাড়া, খুলিয়াটুলা, শেখঘাট, কুয়ারপাড়, বিলপাড় এলাকার শত শত মানুষ নিহত মদন মোহন কলেজের মেধাবী ছাত্র সোহান ইসলামের খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। এই বিক্ষোভে নারী, পুরুষ, রাজনীতিবিদ, ছাত্র, জনপ্রতিনিধি, ব্যবসায়ীরা হাতে প্লেকার্ড ও খুনিদের গ্রেপ্তার সম্বলিত ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর শেখঘাটপয়েন্ট, কাজিরবাজার, তালতলা, মীর্জাজাঙ্গাল, লামাবাজার হয়ে ফাঁড়ির সামনে এসে জমায়েত হয়। এ সময় রাস্তার দুপাশে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে মানববন্ধন করেন শত শত মানুষ। এ সময় আয়োজিত সমাবেশে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সমাবেশে খুনের ঘটনার বিবরণ দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত ছোটো বোন স্বর্ণা।

সমাবেশে উপসি’ত ছিলেন ও বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবী অলিউর রহমান সোহেল, কুতুব উদ্দিন খান, হাজী ইরন মিয়া, মো. সেলিম আহম, লতিব মিয়া, জামাল আহমদ, আছকর মিয়া, আজাদ মিয়া, সওদাগর মিয়া, সাহেদ খান, হাসান চৌধূরী, মতিন মিয়া, জসিম মিয়া, কবির খান, জাভেদ খান, কাদির মিয়া, মকসুদ আলম, সোহেল আহম, হেলাল আহমদ, সাহিন আহমদ, সুজন মিয়া, রমজান মিয়া, মুন্না মিয়া, বেলাল আহমদ, জাহাঙ্গীর মিয়া, সাদেক মিয়া, রফিক ইসলাম, ছায়া বেগম, কুটিনা বেগম, হেনা বেগম, শাহানা বেগম, জামিলা বেগম, রিনা বেগম, দিলু বেগম, আসমা বেগম, জাহেরা বেগম, সকিনা বেগম, পলি বেগম প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License