৫ জানুয়ারির নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করায় আওয়ামী সরকার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে
সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ১৯ দলীয় ঐক্যজোট সিলেট জেলার যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম বলেছেন, অবৈধ আওয়ামী সরকার তাদের ক্ষমতা ধরে রাখতে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়নের পাশাপাশি ক্রস ফায়ারে হত্যার খেলায় মেতে উঠেছে। এই সরকার বিএনপির পূর্ব ঘোষিত ২৯ জানুয়ারির কালো পতাকা কর্মসূচি করতে দেয়নি। তারা যদি এভাবে অত্যাচার নির্যাতন করতে থাকে তাহলে ১৯ দলীয় জোটের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।
সরকার বিএনপির পূর্ব ঘোষিত ২৯ জানুয়ারির কালো পতাকা কর্মসূচি করতে না দেয়ার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা ও মহানগর ১৯ দলীয় জোটের উদ্যোগে শনিবার ১ ফেব্রুয়ারি বিকেলে কোর্ট পয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সারা বিশ্ব দেখেছে আওয়ামী লীগ কিভাবে ৫ জানুয়ারি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।
তিনি অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর বিএনপির প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমনের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, সহ সভাপতি বদরুজ্জামান সেলিম, অন্যতম নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, অন্যতম নতা এমদাদ হোসেন চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ প্রমুখ।
No comments:
Post a Comment