আমাদের সিলেট ডটকম:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগ কর্মীরা ছাত্রশিবিরের একটি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে। পরে, পাল্টা হামলা চালিয়ে ছাত্র শিবির কর্মীরাও ছাত্রলীগের ৪টি মোটর সাইকেল ভাংচুর করেছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বহনকারী বাসেও ইট পাটকেল নিৰেপের ঘটনা ঘটেছে।
আজ রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দুই কর্মী আজ বিকেলে পরীক্ষা দিয়ে মোটর সাইকেল যোগে ক্যাম্পাস থেকে বের হচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী হলের সামনে ঐ ছাত্রশিবির কর্মীর উপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রশিবির কর্মী দুজনেই আহত হন। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে শিবির কর্মীরা মোটর সাইকেল ফেলে দৌড়ে ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাদের ফেলে যাওয়া মোটর সাইকেলটি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়।
খবর পেয়ে ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রশিবিরের কর্মীরা সংঘবদ্ধ হয়ে ডি বিল্ডিং ও লাইব্রেরী বিল্ডিংয়ে আটকে পড়া কয়েক জন ছাত্রশিবির কর্মীকে উদ্ধার করতে এগিয়ে আসলে ছাত্রলীগ কর্মীদের সাথে তাদের সংঘর্ষ বাধে। উভয় পক্ষে বেশ কিছুক্ষণ ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিৰেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রশিবির কর্মীরা ৪টি মোটর সাইকেল ভাংচুর করে। খবর পেয়ে ক্যাম্পাসের মূল ফটকে অবস্থানরত পুলিশ সেখানে গিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করলে ছাত্রশিবির কর্মীরা ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়।
শাবি’তে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ মোটর সাইকেল ভাংচুর-অগ্নিসংযোগ
Sunday, January 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment