সিলেটে ট্রাকের তলায় শিশু পিষ্ট ॥ নড়াইলে দোকানি খুন ॥ ঠাকুরগাঁওয়ে আহত চালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর লিচুবাগান এলাকায় একটি ট্রাকের তলায় পিষ্ট হয়ে আড়াই বছরের এক শিশু প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন।
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারের চা দোকানি তরিকুল ইসলাম তুর্কি মোল্লাকে (৩৫) সন্ত্রাসীরা শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দিঘলিয়া বাজার সংলগ্ন নবগঙ্গা নদীর পাড়ে একটি কলাই ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত চা দোকানি দিঘলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম তুর্কি দীর্ঘদিন ধরে দিঘলিয়া বাজারে চা বিক্রি করে আসছিলেন। বুধবার রাত ৯টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে গলায় মাফলার প্যাঁচিয়ে হত্যা করে কলাই ক্ষেতে ফেলে যায়।
নিহতের ভাই সরোয়ার মোল্লা জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ভাইকে হত্য করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লোহাগড়া থানার উপ পরিদর্শক আতিকুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুপুরে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের পীরগেঞ্জ আহত পাওয়ার টিলারচালক খাদেমুল ইসলাম (২২) বুধবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন৷
তিনি উপজেলার ঘিডোব গ্রামের আবদুল মান্নানের ছেলে৷ মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কের বথপালিগাঁও নামক স্থানে রানীশংকৈলগামী মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে পাওয়ার টিলারের মালিক রুবেল (৩০) ঘটনাস্থলেই মারা যায়। আহত হন পাওয়ার টিলারের চালক খাদেমুল ইসলাম ও তার সহকারী শহিদ। আশংকাজনক অবস্থায় তাদের প্রথমে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
No comments:
Post a Comment