আমাদের সিলেট ডটকম:
নগরীর কুয়ারপারে সাবেক সিটি কাউন্সিলর শাহানা বেগম শানুর ছেলে খুন হয়েছে।
আজ রোববার বেলা আড়াইটার দিকে এ হত্যাকান্ড সংঘটিত হয়। ঠিক কি কারণে ১৮ বছর বয়সী এই তরুণকে খুন করা হয়েছে- তা নিশ্চিত জানা যায়নি।
নিহত তরুণের নাম সোহান ইসলাম (১৮)। পিতা ইঙ্গুলাল রোডের বাসিন্দা তাজুল ইসলাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত। তার মা শাহানা বেগম সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী। নিহত সোহান মদন মোহন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
নিহজতের পারিবারিক সূত্র জানায়, বিকেল ৩টার দিকে নগরীর জিন্দাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ছোট বোন নুশরাত জাহান স্বর্ণাকে নিয়ে খুলিয়াপাড়স্থ বাসায় ফিরছিল সোহান। লামাবাজার পুলিশ ফাঁড়ির কাছে আসার পর ১৫/২০ জনের একদল যুবক হামলা চালায় সোহানের উপর। তারা সোহানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায় ও তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। লোকজন তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই হামলার জন্য সাবেক কাউন্সিলর প্রার্থী গুলজার আহমদ ও ছাত্রদল নেতা ইঙ্গুলাল রোডের শাকিলকে দায়ী করেছে নিহতের পরিবার।
স্থানীয় সূত্র জানায়, নিহত সোহানের বাবা ও মায়ের সাথে দীর্ঘদিন ধরে প্রতিপৰ গুলজার আহমদের বিরোধ চলে আসছে। ইতোপূর্বে গোলজারের লোকজনের হামলায় সোহানের পিতা তাজুলও আহত হন।এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নগরীর কুয়ারপারে সাবেক কাউন্সিলর শানুর ছেলে খুন
Sunday, January 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment