দক্ষিণ সুরমায় বাঁধন হিজড়া সংঘের সভা

Thursday, January 30, 2014

আমাদের সিলেট ডটকম:

বাঁধন হিজড়া সংঘের এক সভা বৃহষ্পতিবার দক্ষিণ সুরমার কদমতলীতে অনুষ্ঠিত হয়।

এ বাধন হিজড়া সংঘ সিলেটের ডি.আই.সি ম্যানেজার মতিউর রহমান এর সভাপতিত্বে ও ডি.আই.সি কাউন্সিলর কনক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ২৭নং ওয়ার্ড এর সাবেক মহিলা কাউন্সিলর মিসেস আছমা বেগম, ভূমিকা বিউটি পার্লারের পরিচালক রাহেলা আক্তার রাণী, বিশিষ্ট যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ, দৈনিক শ্যামল সিলেট এর সাংবাদিক রায়হান উদ্দিন নয়ন, সমাজকর্মী আব্দুল কাদির, সেইভ দি চিল্ডেন এর ডি.আই.সি ম্যানেজার সুবির দাস ও আলেয়া হিজড়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হিজড়াদের জীবন মান উন্নয়নে সকলকে আন্তরিক হতে হবে। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সামাজিকভাবে তাদের ন্যায্য অধিকার দিয়ে তাদের পাশে দাঁড়ানো। মানুষ্য সমাজে তাদেরকে যেন হেয় প্রতিপন্ন না করা হয়। তারা তো কোন না কোন বাবা মার সন্তান। কারো ভাই, কারো বোন। হিজড়ারা অসুস’ হয়ে ডাক্তারের কাছে গেলে তারা সুচিকিৎসা পায় না। হরমোন গত সমস্যার জন্য তাদের চলাফেরা, কথাবার্তা সবকিছুই একটু ব্যাতিক্রম। হিজড়াদেরকে যদি আমারা স্বাভাবিক চোখে দেখি, তাদেরকে যদি আমরা নিজের সন্তান বা বোন মনেকরি তাহলে তারা সুন্দর জীবন যাপন করতে পারবে। বাধন হিজড়া সংঘ স্বপ্ন দেখে এমন একটি পৃথিবী যেখানে হিজড়া জনগোষ্ঠি বঞ্চনার শিকার হবে না এবং তাদের মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। বাধন হিজড়া সংঘ হবে সেই জনগোষ্ঠি, তারা তাদের অধিকার আদায়ে থাকবে বদ্ধ পরিকর।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License