আমাদের সিলেট ডটকম:
মোগলাবাজারে কচুরী পানার স্তুপের নীচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ।
রোববার বিকেল ৪টায় এ লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ফেঞ্চুগঞ্জ উপজেলার ফকিরপাড়া (কটালপুর) হবিব আলীর পুত্র সায়াদ আহমদ (৩৫)।
জানা যায়, মোগলাবাজার ইউনিয়নের পূর্ণাখলা গ্রামের দক্ষিণ এলাকায় ধান ক্ষেতের পাশে গফুরের বাঁধের উপর কচুরী পানা দিয়ে ঢেকে রাখা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে দুপুরে স্থানীয় কৃষকরা মোগলাবাজার ইউপি চেয়ারম্যানকে অবহিত করে। চেয়ারম্যান পরে মোগলাবাজার থানার ওসিকে বিষয়টি অবহিত করলে ওসি মো. মুরসালিন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গায়ে কালো রঙের জ্যাকেট, পরনে লুঙ্গি এবং গলায় লাল মাফলার পেচানো।
পুলিশ ধারণা করছেন, ঐ মাফলার দিয়ে শ্বাসরোধ করে কে বা কাহারা তাকে হত্যা করে কচুরি পানা দিয়ে ঢেকে রাখে। পুলিশ লাশটির সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
নিহত ব্যক্তির পারিবার সূত্রে জানা যায়, তিন সন্তানের জনক ছায়াদ আহমদ গত বৃহস্পতিবার বিকেলে বোনের বাড়ী যাওয়ার কথা বলে বের হলে আর বাড়ীতে ফিরে যায়নি।
এ ব্যাপারে নিহতের মা আফতাবুন নেছা বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১১, তাং-২৬/০১/১৪ইং।
মোগলাবাজারে কচুরী পানার স্তুপের নীচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
Sunday, January 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment