শাহ এএমএস কিবরিয়া হত্যার নবম বার্ষিকী : বিচার না হওয়ায় হতাশ সিলেটবাসী

Sunday, January 26, 2014

শাহ এএমএস কিবরিয়া হত্যার নবম বার্ষিকী : বিচার না হওয়ায় হতাশ সিলেটবাসী


altইমদাদুল হোসেন খান : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও কূটনীতিক, সাবেক অর্থমন্ত্রী এবং আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের নবম বার্ষিকী সোমবার ২৭ জানুয়ারি ২০১৪ সাল। ২০০৫ সালের এ দিনে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক জনসভায় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর গ্রেনেড হামলায় দেশের এই কৃতি সন্তান প্রাণ হারান।

এই নৃশংস হত্যাযজ্ঞে শাহ এএমএস কিবরিয়া ছাড়াও তার ভাতিজা আওয়ামী লীগ নেতা শাহ মঞ্জুর হুদা এবং আরো ৩ জন নিহত হন। অন্যরা হলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবুল হোসেন, সিদ্দিক আলী ও আব্দুর রহিম। জঙ্গিদের গ্রেনেড হামলায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খানসহ অন্তত ৭০ জন নেতাকর্মী আহত হন।

এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ৯ বছর পার হয়ে গেছে; কিন্তু এখন পর্যন্ত বিচারকাজ শুরু হয়নি। তাই হতাশ নিহতদের পরিবারের সদস্যগণ। হতাশ বৃহত্তর সিলেটবাসী। শুধু তাই নয়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুর্বিসহ জীবন যাপন করছে আবুল হোসেন, সিদ্দিক আলী ও আব্দুর রহিমের পরিবার। এই পরিবারগুলো খুনিদের দৃষ্টানমূলক শাস্তি কার্যকর দেখতে অধীর আগ্রহে প্রহর গুণছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License