আমাদের সিলেট ডটকম:
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গত রোববার নগরীর লামাবাজারে সাবেক মহিলা কাউন্সিলর ও মহিলাদল নেত্রী শাহানা বেগম শানুর ছেলে সোহান ইসলাম খুনের ঘটনায় মামলা হয়েছে। সোহানের মা বাদি হয়ে ১২ জনের নাম উলেখ করে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন।
মঙ্গলবার দুপুরে মামলটি থানায় রেকর্ড হয়।
মামলার এজহারনামীয় আসামিরা হলেন- ছাত্রদলের শাকিল ওরফে পিচ্ছি শাকিল, টিপু, আমীর, কামাল, জামাল ওরফে টাইগার জামাল, রিপন, জামাল উদ্দিন, গোলজার আহমদ, শাকিব, রিয়াজ ও কামরুল। এছাড়া অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত রোববার দুপুরে নগরীর জিন্দাবাজারের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ছোট বোনকে নিয়ে খুলিয়াপাড়া বাসায় ফেরার পথে লামাবাজার পুলিশ ফাঁড়ির কাছে আসার পর দুর্বৃত্তরা সোহানের উপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহান খুনের ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে মামলা
Tuesday, January 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment