বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশের গতিকে আরো বেগবান করার শপথে ভাষার মাস বরণ
নিজস্ব প্রতিবেদক : মাতৃভাষা বাংলাকে জীবনের সর্বস্তরে প্রচলন ও অন্যান্য ভাষা চর্চ্চার মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশের গতিকে আরো বেগবান করার শপথ গ্রহণের মধ্য দিয়ে গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট চতুর্থবার মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করলো।
এ উপলক্ষে শনিবার পয়লা ফেব্রুয়ারি সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন ও পরে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সবশেষে ছিল শপথ গ্রহণ। এই পর্ব পরিচালনা করেন মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের সভাপতি আল-আজাদ। উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জনে যেকোন ত্যাগ স্বীকারের প্রত্যয়ে শপথবাক্য পাঠ করেন।
কর্মসূচিতে অংশ নেন আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, উদীচী শিল্পী গোষ্ঠীর সংগঠক অরুণ সরকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু তাহের, মুক্তাক্ষরের পরিচালক বিমল কর, সম্মিলিত সাহিত্য ফোরামের আহ্বায়ক সিরাজ উদ্দিন শিরুল, মুক্তিযুদ্ধ অনুশীলনের নির্বাহী সদস্য ধ্রুব গৌতম, মুক্তিযোদ্ধা সন্তান দেবব্রত চৌধুরী লিটন, দুদু মিয়া, নারী উদ্যোক্তা শাহেনা বেগম চৌধুরী, ফটো সাংবাদিক ইউসুফ আলী, সোহাগ যাদু, সাংবাদিক খলিলুর রহমান, নতুন প্রজন্মের প্রতিনিধি দীপ্র আসিফুল হাই, হাবিবা খাতুন রলি, তাসলিম আরা মুন্নি, প্রিয়াশী কর পিউ, পুনম কর পূজা প্রমুখ।
২০১০ সাল থেকে মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট মহান ভাষার মাস ফেব্রুয়ারি, স্বাধীনতার মাস মার্চ, শোকের মাস আগস্ট ও বিজয়ের মাস ডিসেম্বরকে নানা কর্মসূচিতে বরণ করছে।
No comments:
Post a Comment