বিশ্বনাথে গাড়ি নিলাম নিয়ে সংঘাতের মামলায় যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা অভিযুক্ত

Tuesday, January 28, 2014

বিশ্বনাথে গাড়ি নিলাম নিয়ে সংঘাতের মামলায় যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা অভিযুক্ত


বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে গাড়ি নিলামকে কেন্দ্র করে পুলিশের সাথে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

সোমবার ২৭ জানুয়ারি রাতে বিশ্বনাথ থানা পুলিশের এসআই টিপু সুলতান বাদি হয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং ১৫)। সরকারি কাজে বাঁধা ও থানা ভবনের জানালার গ্লাস ভাংচুরের অভিযোগ এনে দায়েরকৃত ওই মামলায় উপজেলা যুবলীগের সদস্য আব্দুল আজিজ সুমনকে প্রধান আসামি করে আরো ৩০/৩৫জনকে অজ্ঞাত রাখা হয়েছে। এজাহারে আরো যে ৩ জনের নাম উল্লেখ আছে তারা হচ্ছেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট ও ছাত্রলীগ নেতা তোফায়েল হোসেন।

ওসি রফিকুল হোসেন ও তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সালাম জানান, অভিযুক্তদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

রবিবার বিকেলে গাড়ি নিলামকে কেন্দ্র করে বিশ্বনাথে পুলিশ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা থানার অফিসার ইন-চার্জের কক্ষের জানালার গ্লাস ভাংচুর করে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License