আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথে ব্যবসা-প্রতিষ্টানে দূর্ধর্ষ চুরি সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার দিন রাতে কোন এক সময় উপজেলা সদরের পুরান বাজারস’ বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের অবসি’ত আল-জয়নাল ব্রাদার্স ষ্টোরে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চুরের দল এমন অভিযোগ করেন ক্ষতিগ্রস’ ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জয়নাল মিয়া বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১২টায় দোকান ঘর বন্ধ করে বাসায় চলে যান।
বুধবার সকালে দোকান ঘর খুলতে গিয়ে দেখেন তালা ভাঙ্গা ও ঘরের পিছনের জানালা ভাঙ্গা রয়েছে। দোকানে রক্ষিত মালামাল এলোমেলোভাবে পড়ে আছে।
দোকান ঘরে ক্যাশে রাখা নগদ ৮০ হাজার টাকা, গ্রামীন ফোনের মোবাইল কার্ড প্রায় তিন লাখ টাকা, বেশ কিছু মালামাল চুরেরদল নিয়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস’তি নেওয়া হচ্ছে।
থানার উপ-পরিদর্শক আবদুস সালাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস’ল পরিদর্শন করি। তবে অভিযোগ পেলে তদন-পূর্বক আইনী ব্যবস’া গ্রহন করা হবে।
বিশ্বনাথে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ৬ লাখ টাকার মালামাল লুট
Wednesday, January 29, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment