মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ বছরের ৬ মাসই বন্ধ থাকে ॥ নানা ক্ষেত্রে সংকট প্রকট
জালাল আহমদ, মৌলভীবাজার থেকে ফিরে : প্রশাসনিক দুর্বলতা এবং শিক্ষক ও ভবন সংকটের কারণে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ বছরের ৬ মাসই বন্ধ থাকে।
অনুসন্ধানে জানা গেছে, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে মোট ১৯টি বিষয়ে ৩৭ জন শিক্ষকের পদ রয়েছে। অথচ্ কর্মরত রয়েছেন মাত্র ১৮ জন। অবশিষ্ট ১৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।
এর মধ্যে আবার রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, মনোবিজ্ঞান ও কম্পিউটার শিক্ষা বিভাগে কোন শিক্ষক নেই। অন্যান্য বিভাগে যেসব শিক্ষক আছেন তারাও যখন তখন ইচ্ছেমতো ছুটি কাটান। এসব সমস্যা শিক্ষার্থীদের ভবিষ্যতকে অনিশ্চিত করে ফেলেছে।
১৯৮৫ সালে স্থাপিত মৌলভীবাজার মহিলা কলেজ ১৯৯৭ সালে জাতীয়করণ হয়; কিন্তু এই ১৭ বছরে জেলা নারী শিক্ষার এই প্রধান অবলম্বনটিতে অবকাঠামোগত উন্নয়নের তেমন কোন ছোঁয়া লাগেনি। পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। সভা, সেমিনার বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নেই কোন অডিটোরিয়াম। অনার্স কোর্সের শিক্ষার্থীদের জন্যও আলাদা শ্রেণিকক্ষ কিংবা সেমিনার কক্ষ নেই। নেই কোন মিলনায়তন। এক কথায় ভবন সংকট তীব্র আকার ধারণ করেছে।
এমনিতেই ভবন সংকট। তার উপর সরকারি নিয়োগসহ বোর্ড নির্ধারিত বিভিন্ন পরীক্ষার কারণে বছরের প্রায় ৬ মাস বন্ধ থাকে মৌলভীবাজার মহিলা কলেজের পাঠদান কার্যক্রম। এমন অবস্থায় অভিভাবকমহলে শংকা বেড়েই চলেছে।
No comments:
Post a Comment