আমাদের সিলেট ডটকম:
বেগম খালেদা জিয়া সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে যুক্তরাজ্যে অবাঞ্ছিত ঘোষণা করা হুমকী দিয়েছে যুক্তরাজ্য বিএনপি।
গত বৃহস্পতিবার পূর্ব লন্ডনের এক রেস্টুরেন্টে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
তিনি বলেন, সাতক্ষীরার ঘটনা সম্পর্কে বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন- সেটা তার নিজস্ব কোন বক্তব্য নয়। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের আলোকে তিনি বক্তব্য দিয়েছেন। অথচ প্রকৃত ঘটনাকে আড়াল করতে সৈয়দ আশরাফ সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যাচার করে খালেদা জিয়াকে ক্ষমা চাইতে আলটিমেটাম দেন। যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সৈয়দ আশরাফকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনার আলটিমেটাম দিচ্ছি, অন্যথায় তাকে যুক্তরাজ্যে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুছের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন আবদুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, তৈমুছ আলী, আকতার হোসেন টুটুল, আহমদ আলী, মুজিবুর রহমান, নাসিম আহমেদ চৌধুরী, তাহির রায়হান চৌধুরী পাবেল, ড. মুজিবুর রহমান, জসিম উদ্দিন সেলিম, এডভোকেট খলিলুর রহমান, সাব্বির আহমেদ ময়না, আব্দুল কাইয়ুম, রেহান উদ্দিন দুলাল, এমদাদ হোসেন টিপু, আবুল হোসেন, এসএম লিটন, এম হেভেন খান, আব্দুল বাসিত বাদশা, টিপু আহমেদ, দেওয়ান আব্দুল বাসিত, বাবর চৌধুরী, এজে লিমন, আবুল হাসনাত রিপন, সোয়ালিন করিম, রাজিব আহমদ খান, রফিকুল ইসলাম সজিব প্রমুখ।
যুক্তরাজ্য বিএনপির সংবাদ সম্মেলন সৈয়দ আশরাফকে অবাঞ্ছিত ঘোষণার হুমকী
Friday, January 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment