উপজেলা নির্বাচনে বিএনপি’র প্রার্থী মনোনীত করতে ইলিয়াস পত্নী লুনা এখন বিশ্বনাথে,আ’লীগের প্রার্থী ঘোষণা,ভাইস-চেয়ারম্যান পদে তরুণরাই বেশি

Wednesday, January 22, 2014

আমাদের সিলেট ডটকম:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথে বিএনপি’র প্রার্থী নির্ধারণে হিমশিম খেতে হচ্ছে দলের উর্ধ্বতন নেতৃবৃন্দকে। তাই এবারের নির্বাচনে বিশ্বনাথে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে বিএনপি’র একক প্রার্থী নির্ধারণ করতে বুধভার বিকেলেই বিশ্বনাথে এসে পৌছেছেন নিখোঁজ এম ইলিয়াস আলীর পতœী তাহসিনা রুশদী লুনা।

এদিকে, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে ইতিমধ্যে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনিত করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা পংকি খান ও ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক আলতাব হোসেনকে দলীয়ভাবে সমর্থন দেওয়া হয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের রেষ কাটতে না কাটতেই তফসীল ঘোষণা করা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের। ঘোষিত তফসীল অনুযায়ী সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় আগামী ১৯শে ফেব্রæয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪। তাই নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্চেন অনেকেই। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে তরুণরাই বেশী রয়েছেন সম্ভাব্য প্রার্থী তালিকায়। সাবেক ছাত্রনেতাদের মধ্যে অনেককেই নির্বাচনে প্রার্থী হতে দেশে এসেছেন।

গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত হওয়া বিরোধী দলবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথে সাধারণ মানুষের মধ্যে তেমন কোন উৎসাহ উদ্দীপনা না থাকলেও এবার উপজেলা নির্বাচন জমে উঠবে বলে অনেকেই ধারনা করছেন। নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো থেকে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে শুরু করেছেন দৌড়ঝাপ। তবে এখনও বলা মুশকিল শেষ পর্যন্ত কারা হচ্ছেন প্রার্থী।

নির্বাচন নিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারের চায়ের টেবিলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচন না হলেও দলীয় সমর্থন এখানে মুখ্যবিষয়। আর দলীয় সমর্থন পেতে শীর্ষ নেতাদের দরজায় কড়া নাড়ছেন এসব তরুন প্রার্থীরা। গত রবিবার নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা পরিষদ নির্বাচনে তারিখ ঘোষনার সাথে সাথেই নির্বাচনে অংশ নেয়া অপ্রস্তুত আগ্রহী প্রার্থীরা নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে বেশীরভাগ তরুণ প্রার্থীর নাম শুনা যাচ্ছে। তারা এবারের নির্বাচনে অংশ গ্রহন করে চমক দেখাতে চান।

৩য় উপজেলা পরিষদ নির্বাচনে ‘ভাইস চেয়ারম্যান’ পদে প্রতিদ্বন্দিতাকারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিমল চন্দ্র দাশ, সদস্য নোয়াব আলী ও‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রতিদ্বন্দিতাকারী ৪ জন প্রার্থীর কেউই এবার নির্বাচনে অংশগ্রহন করছেন না। এবছরে নির্বাচনে বিশ্বনাথ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ২৬৫ জন। বিগত নির্বাচনে তা ছিল ১ লাখ ১৫ হাজার ৫১৮ জনে। নির্বাচনে মোট ৮০ হাজার ৫৪৭টি ভোটকাস্ট হয়ে ছিল।

এবারের উপজেলা নির্বাচনে ভাইস-চেয়াম্যান পদপ্রার্থী প্রবীনদের চেয়ে তরুণরাই বেশি। ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, জামায়াত নেতা ডাঃ কাওছার আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মিছবা উদ্দিন, বিএনপি নেতা আসাদুজ্জামান নূর আসাদ, জেলা ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সাংবাদিক তজম্মুল আলী রাজুর স্ত্রী সেলিনা ইয়াসমিন লিজা। এসব প্রার্থীরা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মতো দলের শীর্ষ নেতাদের সাথে তদবির অব্যাহত রেখেছেন। ‘চেয়ারম্যান’ পদের প্রার্থীদের মতো তাঁরাও নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে সকল প্রস্তুতি সম্পন্ন করার কাজে ব্যস্ত রয়েছেন।

এদিকে, উপজেলা বিএনপিতে কোন্দল থাকায় একক প্রার্থীকে সমর্থন করতে দলের উর্ধ্বতন নেতাদের হিমশিম খেতে হচ্ছে বলে সূত্রে জানা যায়। তাই বিএনপি’র কোন্দন নিরশন করে দলের একক প্রার্থী মনোনিত করতে গতকাল বিেেকলেই নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা বিশ্বনাথে রামধানায় এসেছেন।

আজ বিকেল ৩টায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে লুনার বৈঠকে বসার কথা রয়েছে বলে ইলিয়াস আলীর একান্ত সহকারী ময়নুল হক জানিয়েছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License