তদন্ত কমিটির মাধ্যমে সংখ্যালঘূদের উপর হামলাকারীদের মুখোশ উন্মোচন করা হবে -শমসের মবিন চৌধুরী

Friday, January 24, 2014

আমাদের সিলেট ডটকম:

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী বীরবিক্রম বলেছেন, জাতীয়তাবাদী শক্তি প্রমাণ করেছে বাংলাদেশের সংখ্যালঘু সমপ্রদায়ের উপর যখনই হামলা ও নির্যাতন করা হয় তখনই তারা তাদের পাশে দাঁড়ায়। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা দেশে চারটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত করে বাংলাদেশের মানুষ ও বিশ্বের কাছে এ রিপোর্ট তুলে ধরা হবে এবং জড়িতদেরকে সনাক্ত করে তাদের মুখোশ উন্মোচন করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ স্বাভাবিক ও নিরাপদে জীবন-যাপন করতে চায়, তাই জাতীয়তাবাদী আদর্শ হচ্ছে বাংলাদেশের সকল মানুষকে ও সকল সমপ্রদায়ের মানুষকে নিয়ে একসাথে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে তুলা।

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট মহানগর শাখার আহবায়ক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব রুহুল কুদ্দুস চৌধুরী হামজা ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদের যৌথ সঞ্চালনায় মানব বন্ধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাবেক সংসদ সদস্য কাহের চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী, ইমদাদ হোসেন চৌধুরী, মছব্বির আহমদ, মাহবুব কাদির শাহী, কাউন্সিলর তৌফিকুল হাদী, এজাজুল হক মিন্টু, নোমান উদ্দিন মোরাদ, সালাউদ্দিন বুলবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License