আমাদের সিলেট ডটকম;
বিয়ানীবাজারে সিএনজি চালক আলী হোসেন খুনের ১২ দিন অতিবাহিত হলেও পুলিশ রহস্যজনক কারণে চিহ্নিত ৫ খুনিকে এখনও গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে জনমনে ৰোভ লৰ করা গেছে। এলাকাবাসী খুনিদের গ্রেফতার করতে বিৰোভ মিছিল, প্রতিবাদ সভা করেছেন। খুনের ঘটনায় থানায় মামলার পাশাপাশি নিহতের ভাই আব্দুর র্বফ ৫ জনের নামোলেৱখ করে সিলেটের পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রমতে, গত ১৩ জানুয়ারি সোমবার রাতে সিএনজি চালক আলী হোসেনকে (৩০) মোবাইল ফোনে সারপার বাজারে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে খুন করেন ফয়সল আহমদ সুনু, আয়াজ আলী, জয়নাল আবেদীন, রশিদুল আলম এবং বাবুল হোসেন। খবর পেয়ে পরদিন সকালে ঘটনাস’লে পুলিশ এলে বাজার চৌকিদার রশিদ ও বাবুল স্বীকারোক্তি দেন যে, সুনু ও আয়াজ সিএনজি চালককে খুন করেছেন। পুলিশ কৌশলে তাদের কথামতো দু’চৌকিদার ও জয়নালকে বাদ দিয়ে এ দু’জনকে আসামী করে লিখা অভিযোগপত্রে নিহতের ভাই ইউপি সদস্য বাবুল হোসেনের স্বাৰর নেন। এ বিষয়টি ধরা পড়লে নিহতের অপর ভাই আব্দুর রূপ গত ২২ জানুয়ারি উপরোক্ত ৫ জনকে হত্যা মামলার আসামী করতে সিলেটের পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন।
এদিকে সিএনজি চালকের চিহ্নিত ৫ খুনিকে গ্রেফতারের দাবীতে মিছিল মিটিং হলেও গতকাল পর্যন্ত একজনকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। অভিযোগ উঠেছে, চিহ্নিত খুনিদের বাচাতে পুলিশ মোটা অংকের উৎকোচ গ্রহণ করেছে। শীঘ্রই খুনিদের গ্রেফতার না করলে এলাকাবাসী ও সিএনজি চালক সমিতি বৃহৎ কর্মসূচী ঘোষণা করার আভাস পাওয়া গেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খুনিদের গ্রেফতার করতে অভিযান চলছে। তিনি বলেন, যেকোন সময় খুনিদের পুলিশের হাতে আটকের সুসংবাদ পেতে পারেন।
বিয়ানীবাজারে সিএনজি চালকের চিহ্নিত খুনিরা ১২ দিনেও আটক হয়নি
Saturday, January 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment