ছাতকে জামায়াত নেতা, ইউপি সদস্য সাইম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে জালালপুর পয়েন্ট থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। সাইম উদ্দিন উত্তর খুরমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী এবং ১৮দলীয়জোটের সদস্য সচিব। সে ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সাবেক মেম্বার রমিজ উদ্দিনের পুত্র। ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাসহ থানায় একাধিক মামলা রয়েছে। এদিকে জামায়াত নেতা সাইম উদ্দিন মেম্বারকে গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মখছুছুর রহমান, সেক্রেটারী মাওলানা আকবর আলী, পৌর জামায়াতের আমীর রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল, জামায়াত নেতা উবায়দুল হক শাহীন, আমিরুল হক মেম্বার, শাহেদ আলী সহ জামায়াত নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতারকৃত জামায়াত নেতার নিঃশর্ত মুক্তির দাবী জানান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment